অভয়নগরের পাইকপাড়ায় কুৎসা রটনা কারির বিরুদ্ধে  প্রতিবাদ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর জখম এক গৃহিনী।

0
143
আবুল কাশেম : যশোরের অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামে কুৎসা রটনা করার প্রতিবাদ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম   রোজিনা খাতুন নামের এক গৃহিণী।
অভিযোগ সূত্রে যানাযায় অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাসিমা বেগম দীর্ঘদিন যাবত একই গ্রামের গফফার শেখের পরিবার কে নিয়ে কুৎসা রটনা করেন  পাড়া মহল্লায় এবং বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন এমনকি গফফার শেখের যুবতী মেয়েকে নিয়েও আজেবাজে মন্তব্য করে।গত ৩ এপ্রিল আনুমানিক বিকাল ৫ টার সময় গফফার শেখের বাড়ির আঙ্গিনায় দাড়িয়ে ইউনুস আলীর স্ত্রী নাসিমা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এটা শুনে গফফার শেখের স্ত্রী
রোজিনা খাতুন প্রতিবাদ করলে,  ইউনুস আলী(৫০) ইউনুস আলীর স্ত্রী নাসিমা বেগম(৪০) সহ তার ছেলে সূর্য (১৪) মিলে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর জখম করে
রোজিনা খাতুনকে। গুরুত্বর জখম অবস্থায় রোজিনা খাতুন চিৎকার দিলে  বাড়ির অন্য সদস্যরা ছুটে এলে তাকে ফেলে রেখে তারা পালিয়ে যায়। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করেন।
 এ বিষয়ে রোজিনা খাতুন দেবর রাকিব শেখ সহ তার পরিবারের সদস্যরা বলেন ইউনুস আলীর পরিবার দীর্ঘদিন যাবত আমাদের পরিবারের উপর হামলা করার চেষ্টা করে আসছে এছাড়াও তারা পাড়া মহল্লায় আমাদের পরিবার নিয়ে কুৎসা রটনা করে বেড়ায়। গত ৩ রা এপ্রিল বিনা কারণে আমার বড় ভাবিকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে এতে আমার ভাবি গুরুতর জখম হয়, তারা কেন বিনা কারণে আমার বড় ভাবিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করল আমি তাদের সুস্থ বিচার চাই।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন একটি লিখত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here