কপিলমুনিতে একইদিনে তিন অপরাধ সংগঠিত

0
253
কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনিতে একইদিনে তিন অপরাধ সংগঠিত হয়েছে। তন্মধ্যে মহাবারুণী স্নান উপলক্ষ্যে কপিলমুনি কালীবাড়ীতে পুজা দিতে আসা রমনীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি ও মৃত হারান সাধুর বাড়ীর ভেতর থেকে ডিসকভার ১২৫ মিসি মটর সাইকেল খোয়া গেছে। অপরদিকে পাইকগাছা-খুলনা গামী যাত্রীবাহী বাস থেকে অঙ্গান পার্টির এক সদস্য আটক হয়েছে। একইদিনে তিন অপরাধের বিষয়ে তদন্ত শুরু করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। জানাগেছে, শনিবার মধুকৃষ্ণা তেরোদশীতে কপিলেশ্বরী কালী ঘাটে মহাবারুণী স্নান শুরু হয় সকাল ৭.৫২ মিনিটে। এসময় দুর-দুরান্ত থেকে পূর্ণার্থীরা স্নান করতে আসে এখানে। এদিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কালিকাপুর গ্রামের অচিন্ত মন্ডলের পুত্র অমিতাব মন্ডল (১৮)  ডিসকভার ১২৫ সিসি মটর সাইকেলসহ তার মাকে নিয়ে বারুণী স্নান করতে আসে কপিলমুনিতে।, এসময় মটর সাইকেলটি কালীবাড়ীর পাশে মৃত হারান সাধুর বাড়ীতে রেখে বারুণীর স্নান ঘাটে যায় তারা। এর কিছুক্ষণ পর স্নান থেকে ফিরে এসে দেখে, তার রেখে যাওয়া স্থানে গাড়ীটা নাই। অনেক খোঁজা খুঁজির পরও এ রির্পোট লেখা পর্যন্ত গাড়ীটির হাদিস মেলেনি। আবার একইদিন বেলা ১০ টার দিকে পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রাম থেকে আসা পদ্দশ্রী সরদার (৪২) কপিলেশ্বরী কালীমন্দিরে পুজা দেওয়ার সময় তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চিক বা চেইন চুরি গিয়েছে। অপরদিকে বেলা ১১ টার দিকে পাইকগাছা-খুলনাগামী যাত্রীবাহী বাসের এক যাত্রীকে অঙ্গান করে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় অঙ্গান পার্টির কয়েকজন সদস্য। তাৎক্ষণিক গাড়ীর ড্রাইভার বিষয়টি আঁচ করতে পেরে অঙ্গানপার্টির এক সদস্যকে কপিলমুনিস্থ মেগাসিটি বাস ষ্ট্যান্ড থেকে গাড়ী থামা অবস্থায় তাকে পাকড়াও করে। এরপর কপিলমুনি ফাঁড়ি পুলিশের কাছে তুলে দেয় তাকে। এরির্পোট লেখা পর্যন্ত অঙ্গান পার্টির কবলে পড়া ব্যাক্তি কপিলমুনি হাসপাতালে ভর্তি ছিল। সর্বশেষ উপরোক্ত সকল বিষয় নিয়ে কপিলমুনি ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সঞ্জয় কুন্ড জানান, ইতোমধ্যে পাইকগাছা থানা পুলিশের ইনচার্জ ওবাইদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় আমরা তদন্ত শুরু করেছি। খোয়া যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here