রাজগঞ্জে ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ

0
197

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদেরকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোষাক প্রদান করেছে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন।
২৮ রমজান সোমবার (৮এপ্রিল) সকালে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুনে এই নতুন পোষাক ‘ঈদ উপহার’ বিতরণে সংক্ষিপ্ত অনুষ্ঠান করে তারা।
এই ঈদে নতুন পোষাক পেয়ে এতিম শিশুরা উচ্ছসিত। খুশিতে আপ্লুত তাদের স্বজনরাও। ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এ সংগঠনের সভাপতি রেজওয়ান আহমেদ রিফাতের সভাপতিত্বে ও সাব্বির আহমেদ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন- রাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মাষ্টার নজরুল ইসলাম, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, অমারেশ বিশ্বাস ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here