ইছালীতে পানির অভাবে কৃষিকাজ বন্ধ

0
160
যশোর : জমি সংক্রান্ত বিরোধের জেরধরে সেচের পানির ড্রেন বন্ধ করে দেয়ায় তিন বিঘা জমিতে চাষ করতে পারছে না যশোর সদর উপজেলার ইছালী গ্রামের শহিদুল ইসলাম ও আব্দুল গফুর নামে নামে দুই ভাই। এ ঘটনায় শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, শহিদুল ইসলাম ইছালী মাঠে ১ একর ১৯ শতক জমি রয়েছে। ওই জমিটি তিনি প্রতিবছর ইরি ধানের আবাদ করেন। প্রতি বছর ওই জমি থেকে তিনি একশ’ ২০ মন ধান সংগ্রহ করেন। কিন্তু এ বছর পানির অভাবে তিনি জমি চাষ করতে পারেননি। কেননা, সম্পর্ন মাঠ জুড়ে একটি সেচ পাম্প রয়েছে। একই এলাকার শফিয়ার রহমানের জমির পাশ দিয়ে ড্রেনের মাধ্যমে তার জমিতে পানি আসে। কিন্তু এ বছর শফিয়ার রহমান ড্রেনটি বন্ধ করে দিয়েছে। যার কারনে তিনি পানির আভাবে এ বছর ধান চাষ করতে পারেনি। একাধিক বার স্থানীয় ভাবে মীমাংসা হলেও তা মানতে নারাজ শফিয়ার রহমান।
ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, শফিয়ার রহমান মাঠের মধ্য নতুন বাড়ি নিমার্ণ করেছন। ওই বাড়িতে যাতায়াত করার জন্য কোনো রাস্তা নেই। তার জমির উপর দিয়ে রাস্তা চেয়েছেন। তিনি দিতে অস্বীকার করায় বিরোধের জেরধরে পানির ড্রেন বন্ধ করে দিয়েছেন। তার একমাত্র আয়ের অবলম্বন কৃষি কাজ। কিন্তু পানি না পাওয়ায় তিনি চাষাবাদ বন্ধ রেখেছেন। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here