মাহমুদ হাসান রনি,দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। বুধবার বিকাল ৩ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা।আগের দিন মঙ্গলবার ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, দুপুর ১২ টায় এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ৭ সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।তবে দুপুর ৩ টায় তা ছাড়িয়ে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।তিনি আরও বলেন,এটি এ জেলার এই মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা।এদিকে টানা কয়েকদিন তাপপ্রবাহ বিরাজ করায় জেলায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র তাপদাহে এ জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন।















