ইজরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ, গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে

0
131
স্টাফ যশোর : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও ইজরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবিতে যশোরে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেছেন, গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে অবিলম্বে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বলেন, ইজরাইলের যত শক্তিশালী বন্ধু রাষ্ট্রই থাকুক না কেন, তারা হিজবুল্লাহ, হামাস, হুথি’র মতো ছোট ছোট গ্রুপের সাথেও পেরে ওঠে না। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইজরাইল নামক রাষ্ট্রের কোন অস্তিত্ব থাকবে না।
জ্ঞানচর্চাভিত্তিক সংগঠন প্রাচ্যসংঘ যশোরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। এছাড়া প্রাচ্যসংঘের সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইট ও প্রবীন সদস্য কার্তিক চন্দ্র রায়ও বক্তব্য রাখেন। এর আগে সমাবেশস্থলে প্রাচ্যসংঘের নিজস্ব শিল্পীরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, সারা পৃথিবীর মুসলমানদের বিভক্তির সুযোগ নিয়েই ইজরাইজ আজ গাজা, জেরুজালেমে গনহত্যা চালাতে পারছে। এই গণহত্যার প্রতিবাদে সারা পৃথিবীতে বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভে মুসলমানরা ছাড়াও খ্রিস্টান, হিন্দু, বৈদ্ধসহ সব ধর্ম বর্ণের লাখ লাখ মানুষ অংশ নিচ্ছেন। বক্তারা দু:খ প্রকাশ করে বলেন, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ হওয়া সত্বেও এখানে ফিলিস্তিনীদের রক্ষায় তেমন কোন বিক্ষোভ, সমাবেশ দেখা যাচ্ছে না। বক্তারা বলেন, স্বাধীন ফিলিস্তিন গঠন ও ইজরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র গঠনের জন্য সারা পৃথিবীর মুসলমানদের প্রতিটি কণ্ঠ, প্রতিটি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। এটা যতো দ্রুত আমরা বুঝতে পারবো, ততো দ্রুতই জায়নবাদী ইহুদীদের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করা সম্ভব হবে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here