বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১

0
211

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোঃ রাকিব মল্লিক (২৬) নামে পরিবহনের এক যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে রাড়ীপাড়া ইউনিয়নের শিবপুর এলাকার তিন কোনা পুকুর সংলগ্ন বাগেরহাট -পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত পরিবহন চালককে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোঃ রাকিব মল্লিক মোরেলগঞ্জের পুটিখালী এলাকার হারুন মল্লিকের ছেলে। আহত পরিবহন চালক মোঃ সাগর (৩৫) গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস( ঢাকা মেট্রো – ব- ১৫-৯০৪৬.) বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে আঘাত করে খাদে পড়ে যায়। স্থানীয়রা বাস যাত্রী মোঃ রাকিব মল্লিক ও চালক মোঃ সাগরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাস যাত্রী রাকিবকে মৃত ঘোষণা করেন এবং বাস চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
প্রত্যদর্শী সাহানা বেগম জানান, দোকানে ভিতরে তিনি এবং তার ছেলে রবিউল ঘুমিয়ে ছিলেন ভোর ৬ টার কিছু পরে হঠাৎ করে বাসটি তার দোকান ঘরের উপর আঘাত করে খাদে পরে যায়। এতে তার দোকান ঘরটি ভেঙ্গে যায় এবং তারা সামান্য আঘাত প্রাপ্ত হয়। এতে তার দেড় ল টাকার মতো তি হয়েছে। বাসে থাকা ড্রাইভার ও ১ যাত্রী গুরুত্বর আহত হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসিন হোসেন জানান, দূর্ঘটনার কথা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়। বাগেরহাট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাস যাত্রী মোঃ রাকিব মল্লিককে মৃত ঘোষনা করেন। আইনি প্রক্রিয়া শেষে মোঃ রাকিব মল্লিককের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here