মনিরামপুর বসত বাড়ির প্রবেশ মুখে বৈদ্যুতিক পিলার বসানোর অভিযোগ।

0
204

ভ্রাম্যমান প্রতিনিধিঃ-যশোর মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের ১৫৭নং মৌজার ৬৪৩৭ নং হাল দাগের বসতবাড়িতে প্রবেশে মুখে একমাত্র রাস্তাতে নতুন বৈদ্যুতিক তার সংযোগের জন্যে পুতে রেখেছে আনুমানিক দেড় থেকে দুই মাস আগে যাহা মৌখিক ভাবে অভিযোগ করেও এখনো পর্যন্ত যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ কতৃপক্ষ কোন প্রকার কার্যকারী ব্যাবস্হা গ্রহন করেনি। বর্তমানে ধান কাটার মৌসুম শুরু হয়েছে ধান নিয়ে বাড়িতে ভ্যান, কিংবা নসিমন গাড়ি কিংবা এ্যাম্বুলেন্স সহ কোন চারচাকার গাড়ি বাড়িতে প্রবেশ করতে পারবে না বিধায় জরুরি ভিত্তিতে পিলারটি অপসারনের দাবী জানিয়েছেন ভুক্তভোগী বাড়ির মালিকগন অবশেষে২৪/৪/২০২৪তারিখ সোমবার ভূক্তভোগী বাড়ির মালিক মোঃ জাহিদুর রহমান পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবর বৈদ্যুতিক পিলার স্হানান্তরের জন্যে অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here