নড়াইলে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

0
300

মিশকাতুজ্জামান নড়াইল : নড়াইল সদর হাসপাতালকে ১শ’ শয্যা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের কাজের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।
শনিবার (২৭ এপ্রিল) বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। পরে হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক মত বিনিময় সভা করেন।
নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধাক ডাঃ মোঃ আব্দুল গফফারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল-০২ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। এ সময় সম্মনিত অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি দুপুরে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত ৩ তলা ভবন ও ৩তলা কোয়াটারের উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন,‘জনগন যদি তৃণমূলে ভালো স্বাস্থ্য সেবা পান তাহলে তারা আর ঢাকামুখী হবেন না। আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। স্থানীয় এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি তাঁদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নেন তাহলে হাসপাতালের চিকিৎসা সেবার উপর সাধারন জনগনের আস্থা আরও বেড়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here