মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধি : ‘নড়াইলের কালিয়ায় আলোচিত সেই লম্পট ইউপি সদস্য রাশেল শেখ পুলিশের হাতে আটক হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নড়াগাতী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার রাত আড়াই টার দিকে মিলিয়া খানমের বসত ঘরে দরজা ভেঙ্গে ঢোকার চেষ্টাকালে মিলিয়া খানমের ভাসুর নাজির মোল্যা (৬১) ও তার স্ত্রী পারভীন বেগম রাশেল শেখকে ধরে ফেলেলে কুপিয়ে, পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই রাশেল শেখকে আসামী করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মিলিয়া খানম। রাশেল শেখ থানার বাঐসোনা ইউনিয়নের উত্তর ডুমুরীয়া গ্রামের ৯ নং ওয়ার্ডের সদস্য ও ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে।
মামলা বিবরণে জানা যায়, ওই গ্রামের ফারুক হোসেন চাকুরীর সুবাদে বাহিরে থাকায় তার স্ত্রী মিলিয়াকে লম্পট মেম্বার দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন রাত আড়াই টার দিকে মিলিয়া খানমের বসত ঘরে দরজা ভেঙ্গে ঢোকার চেষ্টা করে লম্পট মেম্বার। মিলিয়া খানমের ফোন কলে তার ভাসুর নাজির মোল্যাসহ অন্যরা রাশেল শেখকে ধরে ফেললে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। ২৭ এপ্রিল তাকে পুলিশ আটক করে ।
এ বিষয়ে উপজেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।















