তীব্র গরমে ফ্রি’তে শরবত খাওয়ায়ে বাহবা কুড়ালেন ভাজা বিক্রিতা ইদ্রিস আলী

0
229
জসিম উদ্দিন, শার্শা : আসেন ভাই আসেন ফ্রিতে শরবত খান। এভাবে ডাক চিৎকারে মানুষকে কাছে ডেকে ফ্রি তে শরবত খাওয়াচ্ছেন ইদ্রিস আলী।
তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক তখনই মানুষের ক্লান্ত শরীরে প্রশান্তি দিতে ফ্রিতে ৬শ লিটার শরবত খাওয়ালেন ইদ্রিস আলী নামে এই  ভাজা বিক্রেতা।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নাভারণ বাজারে তিনি তার দোকান থেকে এই শরবত বিতরণ করেন।
সরেজমিনে দেখা যায়, ইদ্রিস আলী জোরে জোরে পথচারীদের ডেকে ডেকে শরবত খাওয়াচ্ছেন। ভয়াবহ গরমে শরীর ও মনের প্রশান্তি মেটাতে সব শ্রেণি পেশার মানুষ ইদ্রিস আলীর শরবত খেয়ে বাহবা দিচ্ছেন।
চলতি মাসে দেশ জুড়ে সৃষ্ট দাবদাহে পুড় পড়ছে প্রাণিকূল। একটু স্বস্তি পেতে এক গ্লাস ঠান্ডা পানি বা শরবত খেতে ছুটতে দেখা যাচ্ছে এমন শরবতের দোকানে।
তবে এক গ্লাস ঠান্ডা শরবত মানুষের শরীরকে চাঙ্গা করলেও প্রতিনিয়ত তা খেতে গেলে অসহায় গরীব ও সাধারণ শ্রমজীবী মানুষের পকেটে কিছুটা টান পড়ছে। এসব কথা চিন্তা করেই মানবিক ইদ্রিস আলী ফ্রিতে শরবত বিতরণ শুরু করেছেন।
শরবত খেতে আসা সাধারণ ও সচেতন মহল জানান, ইদ্রিস আলীর এমন মহতি উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। একজন ইদ্রিস আলী নয় এভাবে আরো অনেকের এগিয়ে আসতে হবে।
মানবিক এই ভাজা বিক্রেতা ইদ্রিস আলী বলেন, শুধু এখানে বসেই নয় আশেপাশে ও বাসে উঠে যাত্রীদের মাঝে আমার এই ফ্রি শরবত বিতরণ করেছি। প্রথম দিনেই চার থেকে পাঁচ হাজার মানুষ এই শরবত খেয়েছে।
যতদিন এমন গরম থাকবে ততদিন এভাবে মাঝে মাঝে মানুষকে ফ্রিতে শরবত খাওয়াতে চাই। তবে দেশে চলমান তাপপ্রবাহের কারণে প্রতিটি জায়গায় ফ্রিতে শরবত খাওয়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এসময় ইদ্রিস আলী আরো জানান, আমি একজন অতি সামন্য ভাজা বিক্রেতা। আমার একার পক্ষে প্রতিদিন এতো মানুষের খাওয়ানো সম্ভব না। তাই সমাজে যারা বিত্তশালী ও সমাজসেবক রয়েছেন এভাবে এগিয়ে আসতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here