মাসুদ রানা, মোংলা : পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরা পশুর আন্দারিয়া খালে ভাসমান একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনরক্ষীরা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে চাদপাই রেঞ্জের সুন্দরবনের জোংড়া আর মরাপশুর খালের মাঝামাঝি এলাকা জোংড়া অফিস সংলগ্ন আন্ধারিয়া খালের মুখে মৃত বাঘটিকে ভাসতে দেখে জেলেরা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ বাঘটি উদ্ধার করে বন্যপ্রানী প্রজনন কেন্দ্র করমজলে নিয়ে আসে।
সুন্দরবনের কনজারভেটর অফ ফরেস্ট (সিএফ) মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করে জানান, খালের মুখে মৃত একটি বাঘ ভাসছে এমন খবর পাওয়ার পর বনরক্ষীরা সেখানে পৌছে বাঘটি উদ্ধার করেছে। বাঘটিকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে মারা গেছে বাঘটি।
তিনি আরো বলেন,বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি, মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়স-সহ অন্যান্য বিষয়গুলিও বন বিভাগ অনুসন্ধান করবে বলে জানায় বনের এ কমর্কর্তা।















