যশোর রামকৃষ্ণ মিশনে তাপদাহে ফ্যান বিতরণ

0
241

যশোর অফিস : তীব্র তাপদাহে আর্তদের মাঝে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, বুধবার সকালে যশোরের উদ‍্যোগে টেবিল ফ‍্যান বিতরণ ও আলোচনা সভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন এর আয়োজনে অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশনন্দ (মহারাজ) এর সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ সম্পাদক স্বামী আত্মবিভানন্দজী সহ অন‍্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন এর আয়োজনে তীব্র তাপদাহ থেকে স্বস্তির আশায় আর্তদের মাঝে টেবিল ফ‍্যান বিতরণ করা হয়।তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি পেতে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের পক্ষ হতে ভোরে মঙ্গলারতির পর বেদমন্ত্র পাঠ ও প্রার্থনা, বিশেষ পূজার ও  আর্তদের মাঝে ফ‍্যান বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here