রামপালে ট্রকের ধাক্কায় কর্মজীবী এক তরুণ নিহত 

0
231
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের রামপালে খুলনা-মংলা মহাসড়কে এক সপ্তাহের ব্যবধানে দুর্ঘটনায় আবারও প্রাণ গেল এক তরুণের । নিহত ওই তরুনের নাম শেখ আবু হানিফ (২২) । সে উপজেলার উজলকুড় গ্রামের শরিফুলের পুত্র । শনিবার (০৪ মে) আনুমানিক সকাল ১১টায় এ দূর্ঘটনা ঘটে । জানাগেছে, নিহত আবু হানিফ সকালে বাই-সাইকেল যোগে পার্শ্ববর্তী ফয়লাবাজারে তার কর্মস্থলে (মিষ্টির দোকানে) আসছিলো । পথিমধ্যে খুলনা মংলা মহাসড়কের নির্মাণাধীন খান জাহান আলী বিমানবন্দরের সামনে এ মার্মান্তিক দূর্ঘটনায় তার প্রানহানি হয় । এর এক সপ্তাহ আগে (২৭ এপ্রিল) সকালে চেয়ারম্যানের মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় ৩ ভ্যান আরোহীর মৃত্যু হয় ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা দিক থেকে আসা মংলাগামী একটি গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক (নং- অজ্ঞাত) দুর্ঘটনাস্থল খুলনা মংলা মহাসড়কের নির্মাণাধীন খান জাহান আলী বিমানবন্দরের সামনে পৌঁছালে নিহত আবু হানিফ একই দিকে সাইকেল যোগে পার্শ্ববর্তী ফয়লাবাজারে আসছিল। এমন সময় পেছন থেকে সাইকেল কে গ্যাস সিলিন্ডারবাহি ট্রাকটি ধাক্কা দিলে মাথা থেঁতলে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয় ।
ঘটনার সংবাদ পেয়ে ফয়লা পুলিশ ফাঁড়ির টিম ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, নিহত আবু হানিফের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে , ঘাতক ট্রাকটিকে আটকের অভিযান চলছে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা মংলা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here