যশোর জিআরপি পুলিশের সহায়তায় নিখোঁজ শিশু ফিরে গেল মায়ের কোল

0
252

যশোর অফিস : চুয়াডাঙ্গার দর্শনা থেকে হারিয়ে যাওয়া সাত বছরের শিশু মোঃ তৌফিকে উদ্ধার করে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন যশোর জি আর পি পুলিশের ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস।গত রোববার রাতে উদ্ধার করে আজ সোমবার দুপুরে শিশুটির অভিভাবকের কাছে বুঝে দেন তিনি। মোহাম্মদ তৌফিক চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।  যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস জানান গত রবিবার রাতে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শিশুটিকে থেকে উদ্ধার করা হয়। তার পিতা ও মাতার নাম ছাড়া শিশুটি আর কিছুই বলতে পারেনা। এ সময় চারিদিকে স্থানীয় সহকর্মীদের মাধ্যমে খোঁজখবর নিয়ে তার পিতামাতার সন্ধান পাওয়া যায়। গত দুইদিন ধরে তৌফিক দর্শনা থেকে হারিয়ে যায়। তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন শরণাপন্ন হয়। তৌফিক নিখোঁজ এর বিষয়টি বিভিন্ন জায়গায় পুলিশের বার্তায় পাঠানো হলে যশোর জিআরপি পুলিশ শিশু নিখোঁজ এর বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান করেন এর একপর্যায়ে শিশু তৌফিককে স্টেশনে এলাকায় দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার মা ও বাবার নাম ছাড়া আর কিছুই বলতে পারেনা। পরে এই বিষয়টি দর্শনা পুলিশকে জানালে তার অভিভাবকের কাছে সংবাদ পাঠানো হয় এবং তারা সোমবার দুপুরে যশোর রেল উপস্থিত হয়ে  রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস ও কনস্টেবল আল আমিন ইসলামের উপস্থিতিতে তার অভিভাবকের কাছে পুলিশ শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। শিশুটির পরিবার এ সময় যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here