নড়াইলে আস্থা সংস্থা (এন জি ও) এর মালিকের বিরুদ্ধে মবিল চুরির অভিযোগ 

0
252
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে আস্থা সংস্থা (এন জি ও) এর মালিক স্বপন কুমার রায়ের বিরুদ্ধে   মটরপার্টস ব্যবসায়ীর দোকান থেকে মবিল ( লুব্রিকেন্ট) চুরির অভিযোগ পাওয়া গেছে।
০৭মে ২০২৪ তারিখ বেলা ১ টার দিকে সিসি টিভি ফুটেজ পরিক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন মূচিপোল জেলা পরিষদ মার্কেটের মটর পার্টস ব্যবসায়ী টি এস অটোর স্বত্বাধিকারী তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আমি  আজ ১১ টার দিকে দোকান রেখে কিছু সময়ের জন্য বাইরে যাই,এসে দেখি আমার দোকানের সামনে সাজানো মবিলের একটি ক্যান নেই,বিষয়টি আমার সন্দেহ হলে আমি আমার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ চেক করি এবং দেখতে পাই আস্থা সংস্থার মালিক স্বপন কুমার রায় রাস্তার পশ্চিম পাশ্বদিয়ে এসে আমার দোকান থেকে মবিলের ক্যানটি নিয়ে চলে যায়, আমি বিষয়টি মটরপার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মির্জা মোতালেব হোসেন সহ আরো বেশ কয়েকজনকে জানাই, স্বপন কুমার রায়কে  বেলা ২ টার দিকে আমার দোকানের সামনে ডেকে  মবিল চুরির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি মবিলটি ফেরত দিতে চান।
এ বিষয় মটরপার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মির্জা মোতালেব হোসেন জানান, মবিল চুরির বিষয়টি তিনি সবার সামনে স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গিকার করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আস্থা সংস্থার মালিক স্বপন কুমার রায়ের নিকট  জানতে চাইলে দোকান থেকে চুরি করে মবিল নেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন,এবং বলেন স্থানীয় ব্যবসায়ীরা থেকে সব কিছু মিটিয়ে দিয়েছে,আমি এই বিষয়ে আর কিছু বলবোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here