কোটচাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন 

0
272
মোস্তাফিজুর রহমান – কোটচাঁদপুর ঃ কোটচাঁদপুর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠত বাছাই করা হয়। আর এ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো শেরখালী মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন, ইসাহাক আলী মাষ্টার কোটচাঁদপুর পাইলট বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ শিক্ষক হলেন, দিবস চন্দ্র শিংহ, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ শিক্ষার্থী হলেন অহনা বিশ্বাস। কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়।  আর মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন, মাওলানা মোঃ বাহারুল ইসলাম, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মুহাদ্দীস আব্দুল কাইয়ুম (কোটচাঁদপুর কামিল মাদ্রাসা) এবং সাফদারপুর দারুল উলুম আলিম মাদরাসার সহকারী শিক্ষক (শরীর চর্চা) জনাব মোঃ আনোয়ার হোসেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এবং একই মাদ্রাসার মোছাঃ আরমিনা খাতুন উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে নির্বাচিত হয়েছে। আরমিনা সাফদারপুর দারুল উলুম আলীম মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী। উল্লেখ সাফদারপুর দারুল উলুম আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন পরপর তিনবার (হ্যাট্রিক) উপজেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন। গত ২৯শে এপ্রিল সকাল ১০টায় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে থানা নির্বাহী অফিসার উছেন মে এ সব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা শিক্ষা অফিসার, অশোক কুমার,  একাডেমিক অফিসার, ফারুক আহমেদ এবং  উপজেলা মৎস্য অফিসার, সন্জয় কুমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here