অভয়নগরে পায়রাহাট ইউনাইটেড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি অর্জনে আনন্দ শোভাযাত্রা

0
174
অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ পায়রাহাট ইউনাইটেড কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) সকালে উপজেলার পায়রা বাজারে পায়রাহাট ইউনাইটেড কলেজের আয়োজন এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রাটি পায়রা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়।
পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পায়রাহাট ইউনাইটেড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুর মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও পল্লিমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ, পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী, মহাকাল পাইলট গালর্স স্কুলের প্রধান শিক্ষক রাজু আহম্মেদ, আঃ হামিদ টিএম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রশান্ত মূখার্জী, সিনিয়র শিক্ষক মহিদুল ইসলামসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here