মণিরামপুরে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি ইয়াকুব আলী

0
179

মণিরামপুরে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কর্ন্দবপুর গ্রামের নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুর রব ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। এরপর এমপি তার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মোড়ল, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন প্রমুখ। এদিন আছরবাদ পারিবারিক কবরস্থানে আব্দুর রবের দাফন সম্পন্ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here