মণিরামপুরে এমপি ইয়াকুব আলী শারীরিক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন

0
147

যশোর (মণিরামপুর) : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর আর্থিক সহায়তায় দিনমজুর সালাম গাজীর প্রতিবন্ধী ছেলে সাইদ হাসানকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বুধবার (১৫ মে) বিকেলে ওই শিশুর বাড়ি খানপুর গ্রামে গিয়ে এমপি এস এম ইয়াকুব আলীর পক্ষে হুইল চেয়ারটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, রিপন হোসেন, যুবলীগ নেতা মনির হোসেন, শাকিল রানা, আমিনুর রহমানসহ আরো অনেকে। প্রতিবন্ধী শিশু সাইদ হাসানের পিতা সালাম গাজী অশ্রুসজল চোখে বলেন, আমার ছেলে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। সে চলাফেরা করতে পারে না, তাই তাকে নিয়ে অনেক সমস্যা হতো। কোথাও নিয়েও যেতে পারতাম না। তাকে নিয়ে কোনো কাজও করা যেতো না। একটি হুইলচেয়ারের জন্য চেম্বার-চেয়ারম্যানের কাছে বহুবার ধরনা দিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। পরে এমপি এস এম ইয়াকুব আলীর লোকজন হুইল চেয়ার নিয়ে আমার বাড়িতে হাজির হয়। হুইল চেয়ারটি দেখে খুবই আনন্দিত ও খুশি আমি। আমার ছেলে সেটিতে বসতে পারবে, তাকে এখন বাইরে নিয়ে যাওয়া যাবে। আমি এমপি এস এম ইয়াকুব আলীর জন্য প্রাণভরে দোয়া করি। তার পরিবার যেন আল্লাহ এভাবেই মানুষের পাশে থাকার তৌফিকদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here