৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অভয়নগরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

0
285
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আগামী ২৯ মে অভয়নগর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার সকালে যশোর জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করা হয়।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও অভয়নগর উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান বলেন, চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সরদার অলিয়ার রহমান পেয়েছেন মোটরসাইকেল প্রতীক এবং রবিন অধিকারী পেয়েছেন আনারস প্রতীক। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একের অধিক প্রার্থী না থাকায় আখতারুজ্জামান তারুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে লায়লা খাতুন পেয়েছেন কলস প্রতীক, মিনারা পারভীন পেয়েছেন ফুটবল প্রতীক ও ডা. সাফিয়া খানম পেয়েছেন হাঁস প্রতীক।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৯০ জন। যার মধ্যে নারী ভোটার এক লাখ ৯ হাজার ৭৫৩ জন। পুরুষ ভোটার এক লাখ ৮ হাজার ৩৩৫ জন ও হিজরা ভোটার ২ জন। মোট ভোট কেন্দ্র ৮১টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here