ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে গাঁজার গাছসহ ইন্দ্রজিৎ মল্লিক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বরাতিয়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বরাতিয়া গ্রামের প্রসেনজিৎ মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টার দিকে পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন ও এসআই আল আমিন সঙ্গীয়-ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া উপজেলাধীন বরাতিয়া গ্রামের ধৃত আসামী ইন্দ্রজিৎ মল্লিকের বসতবাড়ীর দক্ষিন পাশ হতে তার রোপনকৃত ১টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার উচ্চতা ৬ ফুট ২ইঞ্চি, গাঁজা গাছের ওজন ১ কেজি ৯শ গ্রাম।
এ সংক্রান্তে এসআই আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।















