যশোরে অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলা নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন

0
179

যশোর অফিস : কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার নির্বাচন শুষ্ঠু ও শান্তি পূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে ভোটাররা ভোট গ্রহন করা হয়। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১ জন।

নির্বাচনে তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘন্টা অতিবাহিত হলেও কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম। এদিকে ভোট গ্রহণের ৪৫ মিনিটে ৩২ ভোট পড়েছে ঝিকরগাছা উপজেলার বদরুদ্দীন মুসলিম হাই স্কুল ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪৮৩ ও  নারী ১ হাজার ৬৫২ জন। বদরুদ্দীন মুসলিম হাই স্কুল কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার সালাউদ্দিন কম সংখ্যাক ভোট পড়ার বিষয়টি নিশ্চিত করে জানান,কোনও রকম ঝামেলা ছাড়াই সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হচ্ছে। এছাড়া অন্য উপজেলার কেন্দ্রগুলোতেও একই চিত্র দেখা গেছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের আটটি (একটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চৌগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here