পাইকগাছায় মৎস্য লীজ ঘেরে হামলা, মারপিট ও লুটপাটের ঘটনায় পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। 

0
164
বিশেষ প্রতিনিধি : পাইকগাছায় মৎস্য লীজ ঘেরে হামলা, মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।  ঘটনাটি উপজেলার লস্কর গ্রামে গত ১৮  মে।
পাইকগাছা থানায় দায়ের করা এজাহার সুত্রে ও লীজ মালিক মান্নান সানা জানান, পাইকগাছা উপজেলার লস্কর গ্রামে মৃত্যু মোমিন উদ্দীন সানার পুত্র মান্নান সানা গংদের সহিত জায়গা জমি নিয়ে একই গ্রামের মৃত্যু আব্দুল ওহাব সরদারের পুত্র ফজলু সরদারের দীর্ঘ দিন বিরোধ সহ হামলা, মামলা, মোকদ্দমা চলে আসছে। ইতিপূর্বে তাদ জায়গা জমি নিয়ে একাধিক শালিস বিচার হয়েছে। সর্বশেষ বর্তমান সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক শালিসি বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের জমির সীমানা নির্ধারণ করে দিলে দীর্ঘদিন উভয় পক্ষ শান্তি পূর্ণ ভাবে ধান্য ও মৎস্য চাষ পূর্বক ভোগ দখল করে আসছে। বর্তমানে উক্ত সম্পত্তি নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করলে। তারা উভয় পক্ষ স্থানীয় সংসদ সদস্য এর স্মরনাপন্ন হলে তিনি যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে এবং পূর্বের সমাধান অনুযায়ী উভয় পক্ষকে চলার জন্য তাগিদ দেন এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনেও নির্দেশনা প্রদান করেন। মান্নান সানা জানান, এমপি এবং ওসি পাইকগাছার নির্দেশনা বা আইনের তোয়াক্কা না করে আমার প্রতিপক্ষ ফজলু সরদার গত ১৮ মে রাতে তার মামা মৃত্যু তফিলউদ্দীন সানার পুত্র কুদ্দুস সানার নেতৃত্বে বহিরাগত লোকজন নিয়ে আমার মৎস্য লীজ ঘেরে হামলা চালিয়ে আমার লোকজন দের মারপিট সহ ভাংচুর ও লুটপাট করে। এতে শুকুর আলী সানার হাড় ভেঙে ও কেটে রক্তাক্ত জখম এবং  শফিকুল সানা রক্তাক্ত জখম হয়। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়।পরে শুকুরের অবস্থা খারাপ হলে তাকে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মান্নান সানা বাদী হয়ে কুদ্দুস সানা,ফজলু সরদার,হাফিজুর সানা,হায়দার সানা,শহিদুল সরদার, কাশেম সরদার সহ ১৬ জনের নাম উল্লেখ পূর্বক ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তির নামে থানায় এজাহার দায়ের করেছে। পাইকগাছা থানার ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, ঘটনা শোনা মাত্র সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। পরিবেশ শান্ত রয়েছে। অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here