প্রেস বিজ্ঞপ্তি : অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতার উন্নয়নে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন
ডেভেলপমেন্ট (সাকমিড) ও দৈনিক গ্রামের কাগজ-এর যৌথ আয়োজনে যশোরের জয়তী
সোসাইটিতে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
কর্মশালার প্রথম দিন স্বাগত বক্তব্য দিয়ে শুরু করেন সাকমিডের উপপরিচালক
সৈয়দ কামরুল হাসান। এছাড়াও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন
সহ প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন। বক্তারা এ কর্মশালার গুরুত্ব ও প্রোয়জনীয়তা
নিয়ে বক্তব্য রাখেন।
কর্মশালায় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রায় ৪৫ জন সাংবাদিক অনুসন্ধানী
সাংবাদিকতা, ডেটা সাংবাদিকতা এবং ফেক্ট চেকিং এর বিভিন্ন বিষয়ের উপর
প্রশিক্ষণ গ্রহণ করবেন। মূলত স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের অনুসন্ধানী
সাংবাদিকতায় দক্ষতার উন্নয়নের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালাটি সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট
(সাকমিড) কর্তৃক বাস্তবায়িত ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেড -এর
আর্থিক সহায়তায় জানুয়ারি ২০১৪ থেকে ডিসেম্বর ২০১৪ মেয়াদী, যশোর জেলায় সুশীল
সমাজ প্রতিষ্ঠান (সিএসও) ও গণমাধ্যমের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এখানকার
প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণ ও অধিকার আদায়ে তাদের
কণ্ঠস্বর জোরদারকরণ (Connecting Community, Strengthening Voices through
CSO Media Alliance in Jashore District)- প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) বাংলাদেশের
গণমাধ্যমের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গণমাধ্যম সাক্ষরতা বৃদ্ধি, নারী উন্নয়ন ও
গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ প্রদানসহ নানান উন্নয়নমূলক কর্মসূচি সম্পাদন
করেছে।
Home
যশোর স্পেশাল অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতার উন্নয়ন শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু















