পাইকগাছায় চিংড়ি ঘেরের বাঁধ কেটে   বাসায় অগ্নিসংযোগের অভিযোগ

0
228
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার চাঁদখালীতে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের বাঁধ কেটে বাসায় অগ্নিসংযোগর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে কালীদাশপুরের  সিরাজউদ্দীন সরদারের ছেলে ঘের মালিক এনামূল হকের চিংড়ি ঘেরে ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘের থেকে নেট তুলে দিয়ে দু’পক্ষের মধ্যে বসাবসির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
ঘের মালিক এনামুল জানান, চকবিষ্ণুপুর মৌজায় ডিডমূলে ৮০ বিঘা জমিতে চিংড়ি ঘের করে আসছি। এ মৌজায় ঘের মালিকদের ৬শত বিঘা ডিডকৃত জমিতে আমরা পরস্পরে মৎস্য চাষ করে আসছি। তিনি জানান,কৃষ্ণনগরের মৃতঃ জলিল গাজীর ছেলে ফারুক গাজী আমার ঘরে দুই বিঘা জমি দাবি করে আসছে। কিন্তু সে জমি কোথাও তা আমি জানিনা। তিনি অভিযোগ করেন আমি বাড়িতে থাকার সুযোগে ফারুক মঙ্গলবার দুপুরে আমার ঘেরের বাঁধ কেটে বাসায় অগুন দিয়ে ক্ষয়-ক্ষতি করে চলে আসেন।
ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে তিনি ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here