মডেল মণিরামপুর গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই: এমপি ইয়াকুব আলী 

0
156

(মণিরামপুর) : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, আপনারা যে আশা-আকাঙ্খা নিয়ে আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমি আপনাদের সেই আশা-আকাঙ্খা প্রতিফলন ঘটাতে চাই। মানুষ তার কর্মে বেঁচে থাকে আমি মানুষের জন্য এমন কিছু করে যেতে চাই যাতে আমি সারা জীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। আমার আর কোন স্বপ্ন নেই।  মণিরামপুরের প্রতিটি মানুষ আমার আপনজন। আপনাদের সহযোগিতা নিয়ে একটি মডেল মণিরামপুর গড়ে তুলতে চাই।  শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাশিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তহিদ এলাহী মন্টির পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাসেম আলী, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ, কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুর রহমান, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, কাশিমনগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কামরান হোসেন, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here