কোটচাঁদপুরে বাল্য বিবাহের দায়ে কন্যার পিতাকে জরিমানা

0
225
মোস্তাফিজুর রহমান-কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের  ৯ম শ্রেণী শিক্ষার্থী মোছাঃ আফরোজা খাতুন( ১৫)  কে  বাল্যবিবাহ দেয়ার অভিযোগে মেয়ের পিতা একই গ্রামের  মালোখালিপাড়ার মোঃ মিন্টু মন্ডলকে ৩০ হাজার টাকা জরিমানা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  উছেন মে। গত  শুক্রবার ৩১ মে  গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে  এ জরিমানা  আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুরের মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগম, কুশনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহরুখ ইসলাম সবুজসহ আরো অনেকে।  খোঁজ নিয়ে জানা যায় কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের  একতারপুর গ্রামের   মোঃ মন্জুরের ছেলে মোঃ বেল্টুর সাথে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের জালালপুর গ্রামের মোঃ মিন্টু মন্ডলের মেয়ে মোছাঃ আফরোজা খাতুন এর সাথে বাল্যবিবাহ করায় কালীগঞ্জ উপজেলা  নির্বাহী অফিসার  তাদের ডেকে তাদের নিকট হতে   মুচলেকা গ্রহণ করেছেন যে  মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া  পর্যন্ত মেয়েকে ছেলের বাড়িতে আনতে পারবে না।  উপজেলা প্রশাসন কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের এমন যৌথ উদ্যোকে প্রশংসা করেছেন এলাকার সুধীমহল। উপজেলা নির্বাহী অফিসার উছেন মে সর্তক উচ্চারণ করে বলেন সকল   বাল্যবিবাহের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here