যশোর সড়কে চালকদের রাতের আতংক যানবাহনের এল ইডি লাইট

0
170

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ-যশোর জেলার বিভিন্ন সড়কে ইদানিং এলইডি লাইটের ব্যবহার অধিক হারে দেখা যাচ্ছে।রাতের সড়কে চালকদের কাছে আরেক আতঙ্কের নাম অটোরিকশা,অটোভ্যান ও ইজিবাইকে লাগানো এল ইডি লাইট। উজ্জল সাদা আলোর এই লাইট গুলো চোখের উপর প্রভাব ফেলায় চালক ও পথচারী তার সম্মুখে বিপরীত দিক থেকে আসা যানবাহনকে ভালো মতো দেখতে পায় না।যার কারনে অহরহ দূর্ঘটনা ঘটছে।বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এখনই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।মোটরসাইকেল চালক হাদিউজ্জামান মিন্টু জানান, আমরা নিয়মিত মোটরসাইকেলে যাত্রী বহন করি। রাতে সড়কে মোটর চালিত ভ্যান ও অটোরিকশায় এক ধরনের উজ্জল এলইডি লাইট লাগানো থাকে, যে গুলোর আলো চোখে পড়লে কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা দেখা লাগে। যার কারণে অনেক সময় যাত্রীরাও আতঙ্কিত হন। আমরাও মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে হিমশিম খাই। পথচারী মাছনা গ্রামের রবিউল হোসেন জানান,এসব লাইটের আলো সাদা হওয়ায় আমাদের চোখের ক্ষতিও করে। সড়কের পাশ দিয়ে হাঁটার সময় আলো চোখে পড়লে কিছুই দেখতে পাওয়া যায় না। প্রশাসনের উচিত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।আর যেসব যানবাহনে এগুলো লাগানো থাকে সেগুলোর বেশিরভাগই অনুমোদনহীন।এছাড়া কিছু মোটরসাইকেলেও এই ধরনের লাইট লাগানো থাকে যার আলোর তীব্রতা আরো অনেক বেশি।যা চোখের সমস্যা তৈরি করতে পারে।মাহমুদুল হোসেন নামের একজন জানান, আমি নিয়মিত কাজের তাগিদে বিভিন্ন সড়কে চলাচল করি। নিজের বাইকেই বেশিরভাগ চলাচল করা হয়। রাতে অনেক সময় দেখা যায় বিভিন্ন যানবাহনে এলইডি লাইট লাগানো থাকে। যেগুলো চোখে পড়ার কারণে বাইকের গতি কমিয়ে দিতে হয় নতুবা সড়কের পাশে বাইক নিয়ে দাঁড়াতে  হয়। এছাড়া চোখে সমস্যার কারণে চশমা ব্যবহার করি। চশমার উপরে উজ্জল সাদা আলো সরাসরি পড়ার কারণে সামনে সবকিছু ঝাপসা মনে হয়। যা আমাদের জন্য একটা বড় ধরনের সমস্যা । এর কারণে বড় ধরনের দুর্ঘটনায় আমাদের জানমালের ক্ষতি হতে পারে। তাই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন বলে মনে  করি। বেশ কয়েক জন ইজি বাইক ও ভ্যানচালক বলেন,আমরা যে লাইটগুলো ব্যবহার করি সেগুলো এলইডি হওয়ায় আমাদের ব্যাটারির বিদ্যুৎ খরচ কম হয়। এছাড়া এগুলো অন্যান্য লাইটগুলোর থেকে দামেও অনেক সস্তা।তবে এ আলোটা চোখের জন্য সমস্যা সৃষ্টি করে সেটা আমরাও সড়কে চলার সময় বুঝতে পারি।ভুক্তভোগী পথচারিরা অনেকেই বলেন চালকদের এই লাইটগুলো পরিবর্তন করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here