কালিয়া পৌর মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
226
কালিয়া ( নড়াইল)  প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরার বিরুদ্ধে দূর্ণীতি, অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ১০ জন কাউন্সিলর।
০৩ জুন  (সোমবার)  সকাল ১০ টায় পৌরসভার কাউন্সিলর সম্মেলন  কক্ষে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র আসলাম ভুঁইয়া লিখিত বক্তব্যে বলেন, মেয়র  বিগত তিন বছরে হাট-বাজার ইজারা, পৌরসভার দুটি রোলার ও দুটি ট্যাক অফিসিয়ালি ভাড়া না দিয়ে নিজে ব্যক্তিগত ভাবে ভাড়া দেওয়া, পৌরসভার জায়গা দখল করে ব্যক্তিগত মার্কেট নির্মান, মাস্টার রোলে অপ্রয়োজনীয় কর্মচারীদের নিয়োগসহ দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং এ কারণে পৌরসভার যে সমস্ত ক্ষতি সাধিত হয়েছে তার ক্ষতিপূরণসহ আত্মসাৎকৃত টাকা পৌরসভায় জমা প্রদান করতে হবে। আগামী ১০ কর্ম দিবসের মধ্যে উক্ত  দাবী পূরণ না হলে মাসিক ও বাজেট মিটিংসহ সকল প্রকার মিটিং বর্জন করা হবে বলে ঘোষনা দেন এবং এতেও সমাধান না হলে আইনগত সকল প্রকার ব্যবস্থা গ্রহনের কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর  অশোক কুমার ঘোষ, ২ নং ওয়ার্ডের তপন কুমার দত্ত, ৫ নং ওয়ার্ডের সবুর শেখ, ৬ নং ওয়ার্ডের  প্রদীপ বর্মন ৭ নং ওয়ার্ডের মাহাবুব শেখ, ৮ নং ওয়ার্ডের এস, ম, এহসানুল হক রানা, ৯ নং ওয়ার্ডের সরদার মুজিবর রহমান, সংরক্ষিত ৭,৮,৯ মহিলা কমিশনার শাহানাজ পারভীন রীতা ও ৪,৫,৬ নং ওয়ার্ডের নাসরীন বেগমসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা বলেন, নিয়ম-নীতি অনুসরন করেই পৌরসভার যাবতীয় কার্যক্রম চলছে। নিয়মের বাহিরে গিয়ে কাউকে ব্যক্তিগত সুবিধা না দেওয়ায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছে। সাধারণ নাগরিকদের সুবিধাবঞ্চিত করা আমার পক্ষে সম্ভব নয় বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here