নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার (৫জুন) উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল প্রতীকে ৫৭ হাজার ৯শ’ ১৪ ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তিনি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের ফাতেমা আনোয়ার পেয়েছেন ৫৫ হাজার ৬শ’ ১০ ভোট। অর্থাৎ ২ হাজার ৩শ’ ৪ ভোটে জয় লাভ করেছেন তৌহিদ চাকলাদার ফন্টু। জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আব্দুর রশিদ এতথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া চেয়ারম্যান পদে ভোট পেয়েছেন, দোয়াত-কলম মার্কার আনোয়ার হোসেন বিপুল ৩৬ হাজার ৬শ’ ১১, কাপ-পিরিচ মার্কার শফিকুল ইসলাম জুয়েল ১৪ হাজার ১শ’ ৫৯, শালিক প্রতীকে মোহিত কুমার নাথ ৯ হাজার ৯শ’ ৪ ভোট, বর্তমান উপজেলা চেয়ারম্যান আনারস প্রতীকের প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী পেয়েছে ১২ হাজার ৫শ’ ৪৬ ভোট, জোড়া ফুল প্রতীকের শাহারুল ইসলাম ৮ হাজার ৫শ’ ৬ ও হেলিকপ্টার প্রতীকের আ.ন.ম আরিফুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ২শ’ ১৯ ভোট।
ভাইসচেয়ারম্যান পদে টিউওবয়েল প্রতীকের সুলতান মাহমুদ বিপুল ৮৩ হাজার ২শ’ ২১ ভোটে নির্বাচত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতীকের কামাল খাঁন পেয়েছেন ৪৫ হাজার ২শ’ ৫৩ ভোট। এছাড়া বৈদ্যুতিক বাল্ব প্রতীকে শেখ জাহিদুর রহমান ৩৭ হাজার ৬শ’ ৭৫ ভোট, চশমা প্রতীকের শাহজাহান কবীর শিপলু ২৪ হাজার ৫শ ৭৪ ভোট ও উড়োজাহাজ প্রতীকের মনিরুজ্জামান ৯ হাজার ৯শ’ ৫২ ভোট। এদিকে, মহিলা ভাইসচেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের বাশিনুর নাহার ১লাখ ১৩ হাজার ৫শ’ ৯২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কলস প্রতীকের জ্যোৎস্না আরা বেগম মিলি ৫৪ হাজার ৯শ’ ৩৭ ভোট ও হাঁস প্রতীকের শিল্পী খাতুন পেয়েছেন ৩১ হাজার ৯শ’ ৮৪ ভোট।
এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও ভোটাররা ইভিএমে ভোট দিতে পেরে খুশি। তবে ভোটারদের কারও কারও আঙুল ছাপ স্পষ্ট না উঠায় ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, তীব্র গরম উপেক্ষা করেও সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। পুরুষ ভোটারদের তুলনায় কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেক বেশি দেখা গেছে।
এদিকে, যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। ভোটগ্রহণ চলাকালে শহরের এমএসটিপি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রশাসনের উর্ধ্বতন এ দু’জন কর্মকর্তা সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সদর উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলেছে। মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরে যাচ্ছে। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপরদিকে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ভোট কেন্দ্র ও আশেপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোট অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন সমস্যা হয়নি বলে তিনি জানান।















