সুন্দরবনে চোরাই পথে মধু সংগ্রহে গিয়ে কুমিরের পেটে মৌয়াল

0
152
মোংলা প্রতিনিধি : সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে কুমিরের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছে। শনিবার দুপুরের জোয়ারে বনের করমজল খাল দিয়ে সাতরে কিনারে আসতে গিয়ে এ দুর্ঘটনার স্বিকার হয় মৌয়াল মোসারেফ গাজী বলে জানায় স্থানীয়রা।করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, গত দুই দিন আগে ঢাংমারী ষ্টেশনের একটি খাল দিয়ে চোরাই পথে মধু সংগ্রহের জন্য যান মোশারেফ গাজী সহ বেশ কয়েকজন সহযোহী মৌয়াল। সুন্দরবনের করমজল এলাকার গহীনে মধু সংগ্রহের জন্য অন্যান্য মৌয়ালদের সাথে মোসারেফ গাজীও যান মধু সংগ্রহের জন্য। শনিবার দুপুরেরর দিকে করমজল খালের ভিতর থেকে জোয়ারের সময় সাঁতার কেটে এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় হঠাৎ একটি  কুমির আক্রমন করে মোসারেফ গাজীকে । মুহুর্তে মধ্যে তাকে টেনে হেঁচরে খালটির পানির মধ্যে নিয়ে যায়। সাথে থাকা অন্য সহযোগীরা প্রান পন চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেনি। পরে নৌকা যোগে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর নদীতে ভাসমান একটি গাছের ডালের সাথে বাঁধানো অবস্থায় মৌয়াল মোসারেফ গাজীর মরাদেহ উদ্ধার করে। সাথে থাকা অন্য সহযোগী সেকান্দার মল্লিক, জাকারিয়া শেখ ও গৌতম মন্ডল প্রানে বেচেঁ যায়।  তার সকলের বাড়ি
দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের ঢাংমারী গ্রামে। নিহত মোসারেফ গাজী একই এলাকার মৃত আমীর আলী গাজীর ছেলে।
ঐ এলাকার স্থানীয় আবেদ আলী জানায়, প্রতিনিয়ত সুন্দরবনে মৃত্যুর মুখে পড়ে বনজীবীরা, কিন্ত বন বিভাগ কোন কর্নপাত করেনা। এরকম ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের জীবন উন্নয়ন না করলে এমন মৃত্যু প্রতিদিন আমাদের দেখতে হবে।
পুর্ব সুন্দরবনের ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মহাসিন হোসেন জানায়, গত ১ জুন আমাদের অফিস থেকে মধু সংগ্রহ সহ জেলে মৌয়াল ও পর্যটক সহ সকল প্রকারের পাশপারমিট বন্ধ রাখা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে । তবে করমজল খালে  কুমিরের আক্রমনে মোসারেফ গাজী নামে একজন নিহত হয়েছে শুনেছি কিন্ত পাশ পরমিট বিহীন কি ভাবে সুন্দরবনে প্রবেশ করছে তা নিয়ে তদন্ত করা হবে।
এছাড়া যার কোন পাশ পারমিট নাই সেই মৌয়াল বা জেলে বনে নিহত হলে বন বিভাগ এর দায়ভার নিবেনা বলে জানায় বনের এ কর্মকর্তা।
বিকালে মৃত্যু মোসারেফ গাজীর মরদেহ দাকোপ থানা পুলিশ উদ্ধার করে প্রাথমিক সুরাতহাণ রিপোর্ট শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here