যশোরে সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস’র অকাল মৃত্যুতে প্রেসক্লাব যশোরের আয়োজনে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত

0
150

যশোর অফিস :প্রেসক্লাব যশোরে সদস্য সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস’র অকাল মৃত্যুতে প্রেসক্লাব যশোরের আয়োজনে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তৃতা করেন,প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সহ-সভাপতি,ওহাবুজ্জামান ঝন্টূ,সহ-সভাপতি নুর ইসলাম,যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,লোক সমাজ পত্রিকার বার্তা সম্পাদক সিকদার খালিদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি তৌহিদ মনি প্রমুখ।স্মরণ সভার আলোচনায় মরহুম সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুসের সাংবাদিকতা জীবনে অনেক গুনাগুনের কথা তুলে ধরে বক্তারা।স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোক্তার আলী। স্মরণসভাটি পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here