মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শনিবার থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে প্রচার প্রচারনা বৃদ্ধি করতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটল, পৌর মেয়র আব্দুর রশিদ খান, সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইসমাইল হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম প্রমুখ।
মহেশপুর উপজেলা ভূমি অফিস চত্বরে স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা জানান, উপজেলার সকল ইউনিয়নে জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।















