নড়াইলে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

0
227
মিশকাতুজ্জামান নড়াইল:নড়াইলে মোটর সাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে রিয়ান হাসান মাফুন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার (১২ জুন) রাতে ঢাকা-নড়াইল-বেনাপোল মহাসড়কে সদরের তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাফুন তুলারামপুর দক্ষিণ পাড়ার রিপন খানের একমাত্র ছেলে। সে চাঁচড়া নফেল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ সময় গুরুতর আহত হয়েছে একই এলাকার শরিফুল ইসলামের ছেলে আরোহী খায়রুজ্জামান (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে ,মাফুন বুধবার রাতে তার চাচা সুজন খানের মোটরসাইকেল নিয়ে তারকাটা/জিনারি কেনার উদ্দেশ্যে তুলারামপুর বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের তুলারামপুর এলাকার সিকদার বাড়ির কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাসুদ রানা বলেন, ‘খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আহতদের নড়াইল জেলা হাসপাতালে আনা হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাফুনকে মৃত ঘোষণা করে। এ ছাড়া গুরুতর আহত খায়রুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খায়রুজ্জামানের বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে।’
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি ধরা সম্ভব হয়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here