নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, আল্লাহ তায়ালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন। তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। পাশাপাশি একজন আদর্শ মুসলমান হিসেবে ধর্মীয় চেতনা অব্যাহত রাখতে ইসলাম ধর্মের বিকাশে অব্যাহত ভূমিকা রেখে চলেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তার সরকারের এমনই একটি যুগান্তকারী পদপে দেশের প্রতিটি জেলা-উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ।
শুক্রবার জুম্মাবাদ নামাজ শেষে মণিরামপুর মুরগীহাটা জামে মসজিদের পূণ: ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, পৌরসভার কাউন্সিলর আদম আলী, মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া এবং মোনাজাত করা হয়।















