কেশবপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় আলমসাধু চালক গ্রেফতার

0
142

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক পাট েেত নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে লিটন শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে উপজেলার সন্ন্যাসগাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়। লিটন শেখ পেশায় একজন আলমসাধু চালক।
পুলিশ জানায়, উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের একটি মাছের ঘেরের বেরিতে গত বৃহ¯পতিবার (১৩ জুন) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ঘাস কাটতে গেলে তাকে জোরপূর্বক পাশের পাট েেত নিয়ে লিটন শেখ ধর্ষণ চেষ্টা চালায়। ঘটনা উল্লেখ করে ওই ছাত্রীর মা শুক্রবার থানায় লিটন শেখের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন।
ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, শুক্রবার রাতে উপজেলার সন্ন্যাসগাছা এলাকা থেকে লিটন শেখকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় বলেন, গ্রেফতারকৃত লিটন শেখকে ধর্ষণ চেষ্টার মামলায় শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীাসহ জবানবন্দী গ্রহণের জন্য যশোরে পাঠানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here