বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, বেনাপোলে প্রতারক চক্রের দুই সদস্য আটক

0
144

 বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে এনামুল খান (৩৭) ও আরিফুল ইসলাম (২৪) নামে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া এমপি মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ও একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়।

আটক এনামুল খান বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মনিরুলের ছেলে ও আরিফুল ইসলাম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

একাধীক সূত্র জানায়, দীর্ঘদিন যাবত এই প্রতারক চক্রটি ফেসবুক পেইজ খুলে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কম দামে মোটরসাইকেল, ফার্ণিচার, মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ বিক্রির ভুয়া তথ্য প্রদান করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় অনেকগুলো লিখিত অভিযোগও রয়েছে।

আটকৃত ব্যক্তিদের মোবাইল ফোনে অনলাইনে প্রতারণার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় বলে একাধিক সূত্রে জানা যায়। অনলাইনে আকর্ষণীয় ছবি ও বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে এই প্রতারক চক্রটির কাছে অগ্রিম টাকার বিনিময়ে পণ্যের অর্ডার দিতো অনেকে। আর ওই অগ্রিম টাকা নিয়েই গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতো চক্রটি।

প্রতারক চক্রের দুই সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here