মেহেরপুর প্রতিনিধি : কালের বিবর্তনে পরিবেশ ও আত্মীয়তার সম্পর্কেও দেখা দিয়েছে ভিন্নতা। হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী সংস্কৃতি। সেই সংস্কৃতিকে মনে করিয়ে দিতেই মেহেরপুরে হয়ে গেল দই, লাল ধানের চিড়া ও হিমসাগর আম ফলের উৎসব। শনিবার (১৫ জুন) সকালে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে প্রতি বছরের ন্যায় এবারও উদ্যোক্তা রাজু আহমেদের উদ্যোগে আম চিড়া দই মিষ্টির এ আয়োজন করা হয়।
সমন্বয়ক হাসানুজ্জামান মিলন জানান, একটা সময় এই মৌসুমে আমন ধান উঠলে বাড়ি বাড়ি নতুন ধানের চিড়া, বাগানের আম ও বাড়িতে বসানো দই, মিষ্টি দিয়ে জামায় আপ্যায়ন করা হতো। অতিথিদের আপ্যায়নেও থাকতো এসব খাবার। বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে ফাস্টফুডের দোকানই হয়েছে ভরসা। নতুন আত্মীয়তায় দেখাশোনাও করা হয় রেস্টুরেন্টে। তাই আগামী নতুন প্রজন্মকে জানাতে পুরানো সংস্কৃতিকে স্মরণ করতেই এই আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়ক জারাফাত ইসলাম, অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, হাসানুজ্জামান মিলন, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান প্রমুখ।















