পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু।

0
183

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ-যশোর মনিরামপুর উপজেলার বাহিরঘরিয়া গ্রামের পশু চিকিৎক জসিম উদ্দীনের শিশু কন্যা আফিয়া(৪)পুকুরের পানিতে ডুবে নিহত হয়েছেন।তার মামার বাড়ি কেশবপুর সাতবাড়িয়া জাহানপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর ২০ই জুন বৃহস্পতিবার হঠাৎ নিখোজ হয় আফিয়া।খোজা খুজির পর যখন তাকে খুজে পাওয়া যায় নি তখন ফেসবুকে হারানো সংবাদ পোষ্ট করেন অনেকেই।তারপরও তাকে খুজে পাওয়া যায় নি পরবর্তীতে শুক্রবার সকালে তাকে পুকুরে মৃত অবস্হায় দেখতে পেয়ে স্বজনেরা উদ্ধার করেন।শুক্রবার সকাল সাড়ে এগারোটায় পারিবারিক কবর স্হানে শিশু আফিয়ার জানাজার নামাজ সম্পন্ন করে পারিবারিক কবর স্হানে তাকে দাফন করা হয়।পিতা জসিম উদ্দীনের চার কন্যা সন্তান ছিলো তার মধ্যে অফিয়া ছিলো সেজো কন্যা।পিতা জসিম উদ্দীন বলেন মেয়েটি যাহাতে কোন ভাবেই পুকুরে একা যেতে না পারে সেজন্যে বাড়ির চারপাশ আমি ঘিরে রেখেছিলাম তারপরও মেয়েটিকে আমি রক্ষা করতে পারলাম না।আফিয়ার মামার বিয়ের অনুষ্ঠানে বেড়াতে যাওয়ায় তার জন্যে মৃত্যুর কাল হয়ে দাড়ালো।এদিকে তার মৃত্যুতে মৃত পরিবার সহ আশেপাশের এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here