মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে রাসেলস ভাইপার আতংকে মারা হলো একটি কালাচ বা শিয়াড় চাদা সাপ। শনিবার (২২ জুন) দিবাগত রাতে চাঁদপুর গ্রামের একটি বাড়ি থেকে স্থানীয়রা আটক করে এ সাপটি।
জানা গেছে, চাঁদপুর গ্রামের রাসেল মিয়া নামের এক ব্যক্তির বাড়ির বারান্দার সিড়িতে সাপটির দেখা মেলে। স্থানীয়রা সাপটিকে আটক করলে রাসেলস ভাইপার আটকের গুজব ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এতে কয়েকটি গ্রামের হাজারো উৎসুক মানুষ সাপটিকে দেখতে ভিড় করেন। শেষ পর্যন্ত এলাকার মানুষ নিশ্চিত হয় সাপটি রাসেলস ভাইপার নয়। তবে কালাচ বা শিয়াড় চাদা যার ইংরেজী নাম কমন ক্রেট জাতের এ সাপটিও বিষধর। তাই সাপটিকে স্থানীয় লোকজন একটি কৌটায় রেখে মেরে ফেলে। তবে সোস্যাল মিডিয়ায় রাসেলস ভাইপার আতংক নিয়ে ব্যাপক প্রচারণার ফলে এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।















