মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকালে মহেশপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ- ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক টি এম আজিবর রহমান মোহন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। এর পূর্বে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃত্বিত্বে পুষ্পমাল্য অর্পন ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।















