দর্শনার লিখনের চিকিৎসারত অবস্থায় মৃত্যু 

0
282
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনার গিরিশ নগরের লিখন বিষপানের এক মাসের মাথায় চিকিৎসারত অবস্থায়  মৃত্যু হয়েছে।  সোমবার দর্শনা থানার গিরিশ নগর গ্রামের বিপ্লব হোসেনের ছেলে তাসিম আহম্মেদ লিখন(১৮)
 ঢাকায় জাপান- বাংলাদেশ হাসপাতাল ফ্রেন্ডশিপ মেডিকেল সেন্টারে চিকিৎসারত অবস্থায় মার গেছে।   লিখন গত মাসের২৪মে বিকালে  পারিবারিক কলহের জের ধরে  বাবার উপর অভিমান করে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে অনন্তপুর গ্রামে নানা বাড়ি যেয়ে মায়ের কবর জিয়ারত শেষে  ঘাস মারা বিষ পান করে। পরে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে  ঢাকাস্থ জাপান- বাংলাদেশ হাসাপাতাল ফ্রেন্ডশিপ মেডিকেল সেন্টারে  দীর্ঘ প্রায় ১ মাস চিকিৎসরত অবস্হায় মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here