চুয়াডাঙ্গায় পিতাকে দাওয়াতে পাঠিয়ে তালা ভেঙ্গে ৯ লাখ টাকা চুরি,পরে পুত্র গ্রেফতার 

0
219
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে পিতার গরু বিক্রির ৯ লাখ টাকা  চুরি করে পালিয়ে ফরিদপুর থেকে পুত্রকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান প্রেস বিজ্ঞপির মাধ্যমে জানায়, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মোল্লাপাড়ার শফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম(২৭)  পিতার গরু বিক্রির টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। তার পিতা ঈদুল আজহার আগে ঢাকা যাত্রাবাড়ী সাইনবোর্ড সানারপাড় গরুর হাটে ৬টি গরু বিক্রির  ৯ লাখ টাকা বাড়িতে নিয়ে এসে গরু বিক্রির সব টাকা নিজের বসত ঘরের সোকেসের ড্রয়ারে রাখেন। গত বুধবার  দুপুরে শফিকুল ইসলাম ও তার স্ত্রী পাশের দেহাটি গ্রামে দাওয়াত খেতে যান।এসময় ছেলে যেতে বললে অসুস্থতার ভান করে বাড়িতে থেকে যায়। সেই সুযোগে তাদের ছেলে রাশেদুর সোকেসের ড্রয়ারের তালা ভেঙে ৯ লাখ টাকা চুরি করে পালিয়ে যান। পরে জীবননগর থানায় অভিযোগ জানালে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল আলম তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্সের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর পোকাইল গ্রাম থেকে টাকাসহ গ্রেফতার করে। এসময় তার কাছে থেকে চুরির ৮ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালতে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here