মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধি : কালিয়া উপজের পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ ও ২নং ওয়ার্ডে তৃণমূল পর্যায়ে জনগণের অংশ গ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের পাখিমারা, বল্লাহাটি এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. কাজল মল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মল্লিক মাহমুদুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ। উন্মুক্ত ওয়ার্ড সভাটি পরিচালনা করেন ইউপি সচিব তৌফিক রহমান। এ সময় পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।















