আনার হত্যা মামলার আসামী গ্যাস বাবু ঝিনাইদহ কারাগারে

0
168
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : এমপি আনার হত্যা মামলার আসামী কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয়েছে। মঙ্গলবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়। ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার এ খবর নিশ্চত করেন। তিনি জানান, আদালতের নির্দেশে কাজী কামাল আহমেদ বাবুকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আসামী গ্যাস বাবুকে গ্রহন করে কারাগারে পাঠিয়েছি। উল্লেখ্য সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযানের আদেশ দেন। পাশাপাশি বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার আদেশ দেওয়া হয়। আদেশ মোতাবেক মঙ্গলবার বিকালে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাবাদে গ্যাস বাবু জানিয়েছেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন নিয়ে আলামত নষ্টের জন্য দুইটি পুকুরে ফেলে দেন। তাকে সঙ্গে নিয়ে সেই পুকুর দুটিতে অচিরেই অভিযানে নামবে ডিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here