বেনাপোল চেকপোষ্টের শতবর্ষী রেন্ট্রি গাছের শুকনা ডালপালা ভেঙে পাসপোর্ট যাত্রীদের প্রান হানির আশংকা

0
151
বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপেল স্থল বন্দর  চেকপোষ্টের  ইমিগ্রেশন সংলগ্ন শতবর্ষী একটি রেন্ট্রি গাছের শুকনা ডালপালা সামান্য বাতাসে যে কোন মূহূর্তে ভেঙে পড়তে পারে।
ফলে ভারত বাংলাদেশে শত শত পাসপোর্ট যাতায়াতকারী যাত্রীদের ক্ষতি হতে পারে। এমন কি প্রানহানী  আশংকা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল,  ইমিগ্রেশন, বন্দর ও কাষ্টমস কর্মকর্তা বৃন্দ।
বেনাপোল চেকপোষ্টের পুলিশ ইমিগ্রেশনের মাধ্যমে এই স্হল পথ দিয়ে প্রতিদিন ৪/৫ হাজার পাসপোর্ট যাত্রী ভারত- বাংলাদেশ যাতায়াত করছে। প্রতিনিয়ত তারা ওই শুকনা ডালপালা গাছের নিচ দিয়ে  আতংকের মধ্যে  যাতায়াত করছে।  ইমিগ্রেশানের কাজ সমপন্ন করার কারনে এসব যাত্রীদের  ইমিগ্রেশানে অভন্তরে  অনেক সময় দাড়িয়ে থাকতে হয়। যার কারনে যে কোন মুর্হতে ওই শুকনা ডালপালা ভেঙে প্রানহানীর ঘটনা ঘটতে পারে।
আর  দাড়িয়ে থাকা শতবর্ষী এই রেন্ট্রি গাছের শুকনা ডালপালা ছাটাই করার জন্য চেকপোষ্ট ইমিগ্রেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম এই প্রতিবেদক এনামুলহককে জানান,এ সব শুকনা ডালপালা কাটার জন্য কাষ্টমস কমিশনার, বন্দর কর্তপক্ষ, শার্শা উপজেলা  নির্বাহী  কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে।যার স্বারক নং – ১৯৭-।এবং জিডিও করা হয়েছে।যার নং ৫৯৩ ইং ২৩/৪ /২৪। তিনি এই প্রতিবেদককে আরো জানান, পাসপোট যাত্রীদের বড় ধরনের দৃর্ঘটনার পৃর্বেই  সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়  খুবই দ্রুত এই শত বর্ষী উক্ত শুকনা রেন্টিগাছটি ডালপালা ছাটায়ের ব্যবস্হা গ্রহন করবেন বলে আমি আশারাখী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here