যশোরে আনন্দ আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
149

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে আলোচনা সভা ও উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এনটিভির ২২ বছরে পদার্পণের দিনটি। সময়ের সাথে আগামির পথে – শ্লোগানকে ধারণ করে এনটিভি আরও বহুদূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের অতিথিরা।
বুধবার বেলা ১২টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু প্রমুখ।
আলোচনা সভা শেষে এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলীর আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান সাইফ। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here