যশোরে স্বাচিপ সম্মেলনে প্রার্থী হলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ডা: শাওন

0
304

মুক্তিযুদ্ধের সপক্ষের চিকিৎসকদের সংগঠন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) -এর যশোর জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ জুলাই। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যশোর ছাড়াও খুলনা বিভাগের ৮টি জেলার (মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ,নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট) স্বাচিপ-পন্থী চিকিৎসকবৃন্দ উপস্থিত থাকবেন। তাই আসন্ন এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বৃহত্তর যশোর অঞ্চলের চিকিৎসকদের মাঝে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। দায়িত্বশীল পদ প্রার্থীদের মাঝে শক্তিশালী অবস্থানে রয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বিএনপি সরকারের আমলে নির্যাতিত, খুলনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের প্রাক্তন আহবায়ক ও ইন্টার্ন চিকিৎসক পরিষদ, খুমেকহা-র সাবেক সভাপতি ডা. ফয়সাল কাদির শাওন। তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগে কর্মরত আছেন। চিকিৎসক সমাজের বাইরেও সাধারণ মানুষ এবং মেডিকেল শিক্ষার্থীদের মাঝেও সদালাপী এই চিকিৎসক অত্যন্ত জনপ্রিয়। যশোরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমকে জানান, যশোর জেলা স্বাচিপের কার্যক্রমে গতি আনতে ও বজায় রাখতে ডা. শাওনের মতো তরুণ ও সাহসী মানুষকেই নেতৃত্বে প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের ফিল্ড কমান্ডার বাবার বড় সন্তান ডা: শাওন বাংলাদেশ ভিশন ২০৪১ রুপকল্পের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্বাস্হ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সংকল্পে নিবেদিতপ্রাণ এবং বঙ্গবন্ধুর একজন আদর্শিক, অগ্রগামী সৈনিক হিসেবে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।প্রতিষ্ঠার দীর্ঘদিন পরে এবারই প্রথম সম্মেলনের মাধ্যমে গঠিত হবে নতুন কার্যনির্বাহী পরিষদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ; প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বাচিপ, কেন্দ্রীয় পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাচিপ, কেন্দ্রীয় পরিষদের মহাসচিব ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলাম মিলন। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন যশোর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. মো. তৌহিদুজ্জামান এবং মেহেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here