অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব দেবে তা পালনে প্রস্তুত আছি: বিমানবাহিনী প্রধান

0
133

যশোর প্রতিনিধি : যশোর বিমানবন্দর পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সরকারকে সহযোগিতা আইনের আওতায় বিমান বন্দরে পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে নিরাপত্তায় নিয়োজিতদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তিনি যশোর বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও বেসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তায় দিচ্ছে বিমানবাহিনী। দেশের বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করছে বিমান সেনারা। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যশোর বিমান বন্দরের সব ফ্লাইট সময়মতো ওঠা-নামাসহ নিরাপদ পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দেবে তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে প্রস্তুত আছি।’ বিমানবাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে বাহিনীর সহকারী প্রধান (পরিকল্পনা), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমান বন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবীর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here